নিউক্যাসলের মাঠে চেলসির জয়

ম্যাচের শুরুতে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়া চেলসির হয়ে বিরতির পর জালের দেখা পেলেন ট্যামি আব্রাহাম। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 02:29 PM
Updated : 21 Nov 2020, 07:17 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার ২-০ গোলে জিতেছে চেলসি। গত মৌসুমে এই মাঠে ১-০ গোলে হেরেছিল তারা।

চতুর্থ মিনিটেই এগিয়ে যায় পারতো চেলসি। কিন্তু টিমো ভেরনারের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। নবম মিনিটে হাকিম জিয়াশের ক্রসে আব্রাহামের হেডও ফেরান তিনি।

পরক্ষণেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রতিপক্ষের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেস।

২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে গোলরক্ষককে একা পেয়েও ডি-বক্সের ভেতর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ভেরনার।

দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন আব্রাহাম। ভেরনারের পাস থেকে জাল খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড।

৭৩তম মিনিটে শন লংস্টাফের শট ক্রসবার লেগে ফিরলে ব্যবধান কমাতে পারেনি নিউক্যাসল। দুই মিনিট পর জিয়াশের থ্রু বল ধরে জালে পাঠিয়েছিলেন ভেরনার। তবে অফসাইডের কারণে গোল পায়নি চেলসি।

৯ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে চেলসির পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে আছে। এদিনই ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়া টটেনহ্যাম হটস্পারের সামনে সুযোগ আছে শীর্ষে যাওয়ার।