করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের ইয়োভিচ

কঠিন সময়ের মধ্য দিয়ে চলা রিয়াল মাদ্রিদ আরেকটি ধাক্কা খেল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের স্ট্রাইকার লুকা ইয়োভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2020, 06:22 PM
Updated : 20 Nov 2020, 06:22 PM

লা লিগায় শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় স্বাগতিক ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল। আন্তর্জাতিক বিরতির পর এটাই জিনেজিন জিদানের দলের প্রথম ম্যাচ।

রিয়াল জানায়, শুক্রবার ইয়োভিচের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সার্বিয়ান এই স্ট্রাইকারকে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে নাও পেতে পারেন জিদান। নেগেটিভ রিপোর্ট না এলে ইয়োভিচ মিস করতে পারেন আরও বেশ কিছু ম্যাচ।

রিয়াল শিবিরে করোনাভাইরাসের থাবা এই প্রথম নয়। এর আগে কাসেমিরো, মিলিতাও এবং এদেন আজার আক্রান্ত হয়েছিলেন। তবে তিন জনই ফিরেছেন অনুশীলনে।