মানসিকভাবে ফিট আছে সবাই: জামাল

নিয়মের কারণে আপাতত হোটেলেই বন্দি বাংলাদেশ ফুটবল দল। তবে দলের সবাই মানসিকভাবে ভালো আছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন অধিনায়ক জামাল ভূইয়া।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2020, 12:03 PM
Updated : 20 Nov 2020, 12:03 PM

আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার কাতার পৌঁছায় দল।

নিয়ম অনুযায়ী তিন দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জামাল জানিয়েছেন নিরাপদে থাকার কথা।

“সবাই ভালো আছি। সবাই সিঙ্গেল রুমে আছে। কারণ তিনদিন আমরা রুম কোয়ারেন্টিনে থাকব। সবাই একা একা আছে। তবে মানসিকভাবে আমরা ফিট আছি।”

“যেহেতু বাইরে যেতে পারছি না, হোটেলেই ফিটনেস নিয়ে কাজ করছি। তবে সব মিলিয়ে সবাই ভালো এবং নিরাপদ আছে। সবাই মাঠে অনুশীলন শুরুর জন্য অপেক্ষা করছে।”

বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

কাতার রওনা দেওয়ার আগে নেপালের বিপক্ষে খেলা দুই প্রীতি ম্যাচের সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে দল।