ছিটকে গেলেন রামোস

শঙ্কাই সত্যি হলো। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সের্হিও রামোস। ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 07:32 PM
Updated : 19 Nov 2020, 07:32 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার রামোসের ডান পায়ের পেশিতে চোটের বিষয়টি জানায় রিয়াল। স্পেন অধিনায়কের সেরে উঠতে কতদিন লাগবে, তা জানানো হয়নি।

উয়েফা নেশন্স লিগে গত মঙ্গলবার জার্মানিকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন রামোস।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ধরনের চোট থেকে সেরে উঠতে দশ থেকে ১৪ দিন সময় লাগে। সেই হিসেবে শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ তো বটেই, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও রক্ষণের সবচেয়ে বড় ভরসাকে পাবে না রিয়াল।

রামোসকে ছাড়া রিয়ালের সাম্প্রতিক রেকর্ড খুবই বাজে। চ্যাম্পিয়ন্স লিগে রামোস খেলেননি এমন শেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি।

আগামী ২৮ নভেম্বর লা লিগায় জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ আলাভেস। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ স্বাগতিক শাখতার দোনেৎস্ক।

এরপর তাদের প্রতিপক্ষ যথাক্রমে সেভিয়া, বরুশিয়া মনশেনগ্লাডবাখ ও আতলেতিকো মাদ্রিদ।

নিজেদের সবশেষ ম্যাচে গত ৮ নভেম্বর ভালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলে হারা রিয়াল সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার চারে। এক ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ।

চ্যাম্পিয়ন্স লিগে ‘বি’ গ্রুপে তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলের তালিকায় তিনে রিয়াল।