কাতার পৌঁছেছে জাতীয় ফুটবল দল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2020 06:49 PM BdST Updated: 19 Nov 2020 06:49 PM BdST
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রওনা দেয় দল। স্থানীয় সময় পৌনে দুইটায় দলের কাতারে নিরাপদে পৌঁছানোর কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমানবন্দরেই কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দিয়েছেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। দল উঠবে এজদান টাওয়ার হোটেলে। সেখানে নিয়ম অনুযায়ী তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন জামাল-রানারা। এই তিন দিনে হোটেলের জিমনেশিয়াম ও সুইমিংপুল খেলোয়াড়রা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে বাফুফে।
বুধবার ঘোষিত ২৭ জনের প্রাথমিক দল থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক এবং হাঁটুর চোটের কারণে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন শেষ মুহূর্তে কাতারে যেতে পারেননি।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের প্রথম লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি