হাঁটুর চোটে ছিটকে গেলেন জীবন
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2020 10:56 AM BdST Updated: 19 Nov 2020 12:29 PM BdST
কাতার যাওয়ার আগে চোট ও করোনাভাইভাইরাসের ধাক্কায় জেরবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার হাঁটুর চোটে ছিটকে গেলেন কদিন আগে নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে দারুণ গোল করা ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন।
আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাতারে রওনা হওয়ার কথা দলের।
শেষ মুহূর্তে ছিটকে যাওয়ার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আবাহনী লিমিটেডের এই ফরোয়ার্ড নিজেই।
“কাল অনেক রাতে এমআরআই রিপোর্ট পেয়েছি। ডান হাঁটুতে চোট পেয়েছি। ডাক্তাররা বলেছে এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম। সেরে উঠতে কমপক্ষে চার সপ্তাহ লাগবে।”
নেপালের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচে এই চোট তিনি পেয়েছেন বলে জানালেন জীবন।
“নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধে বলের দখল নেওয়ার একটা পর্যায়ে নেপালের গোলরক্ষক আমার উপর পড়ে গিয়েছিল। ওই সময় চোটটা পেয়েছিলাম, কিন্তু অতটা সিরিয়াস মনে হয়নি। খেলা চালিয়ে গিয়েছিলাম।”
“ তবে কদিন ধরে ফিজিও বলছিলেন, আমার বাঁ পায়ের চেয়ে ডান পা দুর্বল। ফিজিও বলেছে ওই দুর্বল থাকার কারণে এই ব্যথাটা ফিরে এসেছে। ডাক্তাররা বলেছেন, এখন যদি এই হাঁটু নিয়ে খেলার ঝুঁকি নেই, তাহলে পরে অস্ত্রোপচার করা লাগবে। আপাতত কিছু ওষুধ দিয়েছে। কিছু ব্যায়াম করতে বলেছে।”
নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশের ২-০ ব্যবধানে জেতা ম্যাচের নবম মিনিটে নিখুঁত স্লাইডিংয়ে প্রথম গোলটি করেছিলেন জীবন।
কাতারের বিপক্ষে ম্যাচের জন্য বুধবার ঘোষিত ২৭ জনের প্রাথমিক দল থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক।
এর আগে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজ থেকে কোমরের চোটে ছিটকে যান গোলরক্ষক শহীদুল আলম সোহেল।
চোটের হানা শুরু হয়েছিল মামুনুল ইসলাম মামুনকে দিয়ে। কব্জির চোটে সবার আগে দলছুট হন এই অভিজ্ঞ মিডফিল্ডার। চোটের উন্নতি হওয়ায় নেপালের বিপক্ষে খেলতে না পারা মামুনুলকে নিয়েই অবশ্য কাতার যাচ্ছে দল।
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)
- কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ