করোনাভাইরাসে আক্রান্ত ডিফেন্ডার মানিক

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতারে যাওয়ার আগে ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2020, 06:16 PM
Updated : 18 Nov 2020, 06:27 PM

আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কাতারের উদ্দেশে রওনা হওয়ার কথা দলের।

কাতার ম্যাচের জন্য বুধবার ঘোষিত ২৭ জনের প্রাথমিক দলে ছিলেন মানিক। নেপালের বিপক্ষে সবশেষ দুই প্রীতি ম্যাচের সিরিজে চূড়ান্ত দলে ছিলেন না ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বুধবার কাতারগামী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। রাত সোয়া ১১টার দিকে বাফুফে শুধুমাত্র মানিকের পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায়।

তিন দিন পর এই ডিফেন্ডারকে আবারও পরীক্ষা করানো হবে। সেই ফলের ওপর নির্ভর করে তার ব্যাপারে কোচ জেমি ডে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে বাফুফে।