‘চাকরি হারাচ্ছেন না লুভ’

প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের পর জার্মান কোচ ইওয়াখিম লুভকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে জাতীয় দলের পরিচালক অলিভার বিয়েরহফ জানালেন, আগামী ইউরো পর্যন্ত বিশ্বকাপজয়ী কোচই থাকছেন দায়িত্বে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2020, 10:58 AM
Updated : 18 Nov 2020, 01:25 PM

উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার রাতে স্পেনের মাঠে ড্র করলেই চার দলের ফাইনালসে উঠত জার্মানি। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপে ৬-০ ব্যবধানে উড়ে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর তীব্র সমালোচনার মুখেও লুভের ওপর থেকে আস্থা হারায়নি জার্মানি। চেনা ছন্দে ফিরতে ভুগছে দলটি। শেষ আট ম্যাচে তাদের জয় মাত্র তিনটি। এআরডি টিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কঠিন সময়ে লুভের পাশেই আছেন বিয়েরহফ।

“অবশ্যই আগামী বছরের ইউরো পর্যন্ত লুভই কোচ হিসেবে থাকছেন। এই ম্যাচ কোনো কিছুতেই পরিবর্তন আনবে না। আমরা এখনও ইওয়াখিম লুভের ওপর আস্থা রাখছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”

“জাতীয় দলে টুর্নামেন্ট ধরে ধরে চিন্তা ও বিশ্লেষণ করতে হয়। আগামী বছরের ইউরোয় আমরা সর্বোচ্চটা অর্জন করতে চাই।”

কোভিড-১৯ মহামারীর কারণে এক বছর পিছিয়ে ২০২০ ইউরো হবে ২০২১ সালের জুন-জুলাইয়ে।