ফ্রান্সের কাছে হেরে সুইডেনের অবনমন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2020 03:43 AM BdST Updated: 18 Nov 2020 04:28 AM BdST
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ফ্রান্স ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। জোড়া গোল করলেন অলিভিয়ে জিরুদ। জালের দেখা পেলেন বাঁজামাঁ পাভার্দ ও কিংসলে কোমান। সুইডেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল দিদিয়ে দেশমের দল।
Related Stories
প্যারিসে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শেষ রাউন্ডে ৪-২ গোলে জিতেছে আগেই আসরের ফাইনালস নিশ্চিত করা ফ্রান্স। আর এই হারে পরের আসরে ‘বি’ লিগে নেমে গেছে সুইডেন।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ফ্রান্সের ১৬ পয়েন্ট। আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার মাঠে ৩-২ গোলে জেতা গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ক্রোয়েশিয়া ও সুইডেনের সমান ৩ পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ‘এ’ লিগে টিকে গেছে ক্রোয়েশিয়া।
ঘরের মাঠে চতুর্থ মিনিটেই গোল খেয়ে বসে বিশ্ব চ্যাম্পিয়নরা। সুইডেনের মিডফিল্ডার ভিক্তর ক্লসনের শট রাফায়েল ভারানের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
দ্বাদশ মিনিটে জিরুদের হেড বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। এর তিন মিনিট পরই দলকে সমতায় ফেরান তিনি। অঁতোয়ান গ্রিজমান মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বাঁ দিকে বাড়ান মার্কাস থুরামকে। তার পাসে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন চেলসির ফরোয়ার্ড জিরুদ।

দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে আদ্রিওঁ রাবিওর জোরালো শট গোলরক্ষক লাফিয়ে উঠে ফেরালে ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে জিরুদের একটি হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫৯তম মিনিটে হেডেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। একটু আগে বদলি নামা কিলিয়ান এমবাপের ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ডাইভিং হেডে বল জালে পাঠান ৩৪ বছর বয়সী জিরুদ।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান কমান সুইডেনের রবিন কোয়াইসন। তবে যোগ করা সময়ে আবার ব্যবধান বাড়ান জিরুদের বদলি নামা কোমান।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার