বাংলাদেশ-নেপাল ম্যাচে দর্শকের কাণ্ড

ম্যাচের তখন ৭৩তম মিনিট। হঠাৎ করেই পূর্ব গ্যালারি থেকে এক দর্শক ঢুকে পড়লেন মাঠে। ছুটে চলে গেলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়ার কাছে। পুলিশ মাঠে ঢুকে বের করে নিয়ে আসার আগে ওই দর্শক সেলফিও তুললেন প্রিয় তারকার সঙ্গে!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2020, 02:13 PM
Updated : 17 Nov 2020, 03:50 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের এই অপ্রীতিকর ঘটনা নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে তুলে দিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শঙ্কায় মাঠে আট হাজার দর্শক ঢোকার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গ্যালারিতে দুরত্ব অনুযায়ী বসার জন্য মার্কিংও করে দিয়েছিল তারা। কিন্তু তুলনায় দুই ম্যাচেই  দর্শকের উপস্থিতি ছিল প্রায় দ্বিগুণ। দুরত্ব মেনে বসার নিয়মের তোয়াক্কা করেনি তারা।

দ্বিতীয় ম্যাচেও শুরুর আগে গ্যালারি কিছুটা ফাঁকা ছিল। কিন্তু খেলা শুরু হতে দর্শকের সমাগম বাড়তে থাকে। এর মধ্যে ঘটল দর্শকের মাঠে ঢুকে পড়ার ঘটনা। হাসিব নামের ওই দর্শকের বয়স ১৫ বছর। মাঠে ঢুকে পড়ার সময় তার মুখে মাস্কও ছিল না।

বাংলাদেশ দলের পক্ষ থেকে ওই ভক্তকে ছেড়ে দিতে অনুরোধ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাফুফে।