বিমানবন্দরের মেঝেতে ঘুমাতে হলো অবামেয়াংদের

আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে গাম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে বেশ বিড়ম্বনা পোহাতে হয়েছে গ্যাবন জাতীয় দলকে। গাম্বিয়ায় পৌঁছে বিমানবন্দরে রাত কাটিয়েছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং ও তার সতীর্থরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 05:36 PM
Updated : 16 Nov 2020, 05:36 PM

ম্যাচটি খেলার উদ্দেশে রোববার বানজুল বিমানবন্দরে পৌঁছায় গ্যাবন দল। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ তাদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেয়নি। নিয়ম অনুযায়ী, গাম্বিয়ায় প্রবেশের আগে সবার করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক। আর পরীক্ষাটি দেশটিতে পা রাখার ৪৮ ঘণ্টা আগে করার কথা। যা না হওয়ায় বিমানবন্দরে আটকে থাকতে হয় গ্যাবন দলকে।     

বাধ্য হয়ে তাই বিমানবন্দরের মেঝেতে ঘুমিয়ে পড়েন দলটির খেলোয়াড়রা। পরে তাদের ঘুমানোর সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্সেনালের ফরোয়ার্ড অবামেয়াং নিজেও একটি ছবি পোস্ট করেন টুইটারে। একই সঙ্গে সমালোচনা করেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের।

‘ডি’ গ্রুপের ম্যাচে সোমবার গাম্বিয়ার মুখোমুখি হওয়ার কথা গ্যাবনের।