সবশেষ পরীক্ষাতেও কোভিড-১৯ পজিটিভ বাংলাদেশ কোচ

সবশেষ কোভিড-১৯ পরীক্ষাতেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ দলের ডাগআউটে থাকতে পারছেন না এই ইংলিশ কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 11:49 AM
Updated : 16 Nov 2020, 11:49 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার হবে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ। ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়।

প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ওই জয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রটোকল অনুযায়ী পরীক্ষা করানো হয় দুই দলের খেলোয়াড়, কোচ, স্টাফদের। রোববার ডের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে।

ওই দিনই প্রাভা হেলথের ডাক্তাররা এসে কোচের নমুনা নিয়ে যান পুনরায় পরীক্ষার জন্য। সোমবার বিকালে রিপোর্ট পজিটিভ আসার কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ডের অনুপস্থিতির কথা ভেবে আগেই বিকল্প ভেবে রেখেছিল বাফুফে। নেপালের বিপক্ষে ম্যাচে দলের ডাগআউটে থাকবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।

আগামী বৃহস্পতিবার কাতারের উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশের। সেখানে আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলার কথা তাদের।