চ্যালেঞ্জ জানাবে নেপাল, ওয়াটকিসের সতর্কবাণী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2020 03:37 PM BdST Updated: 16 Nov 2020 04:51 PM BdST
-
ফাইল ছবি
নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সামনে রেখে দলকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। প্রতিপক্ষ এবার আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে বলে মনে করেন তিনি। তবে সেরা ফল নিয়ে শেষ করার ব্যাপারে আশাবাদী ওয়াটকিস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২-০ গোলে জেতা দল মঙ্গলবার বিকাল ৫টায় দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।
প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সোমবারের অনলাইন সংবাদ সম্মেলনে ছিলেন না। সর্বশেষ টেস্টে ফল নেগেটিভ না হলে ডের পরিবর্তে ডাগআউটে দাঁড়াবেন ওয়াটকিস। সংবাদ সম্মেলনে আসন্ন ম্যাচ নিয়ে আশা কথা শোনালেন ৫৪ বছর বয়সী এই ইংলিশ কোচ।
প্রথম ম্যাচের পরের সময়টাতে দল মনোযোগী ছিল রিকভারির দিকে। নেপাল নিয়ে সতর্ক ওয়াটকিস জানালেন দ্বিতীয় ম্যাচের পরিকল্পনা থাকছে আগের মতোই।
“প্রথম ম্যাচের পর আমাদের ফোকাস খেলোয়াড়দের রিকভারির ওপরে ছিল। কারণ ৯ মাস পর প্রথমবার ছেলেরা খেলতে নেমেছিল। ম্যাচের পর প্রায় ৪৮ ঘন্টা খেলোয়াড়দের রিকভারির দিকে মনোযোগ দিয়েছি আমরা। প্রস্তুতিতে তেমন ভিন্নতা নেই। আমি আর জেমি বাংলাদেশে আসার পর প্রতি ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছি, এবারও তার ব্যতিক্রম হয়নি।”
“গেম ম্যানেজমেন্টের দিকে নজর দিতে চাই আমরা। আগের ম্যাচে আমরা প্রথমার্ধেই ৩/৪ গোলে এগিয়ে যেতে পারতাম। সেটা হলে দ্বিতীয়ার্ধ আরও সহজ হয়ে যেত। আগের ম্যাচে মন্দের চেয়ে আমাদের ভালো দিকগুলোই বেশি ছিল। আমি নিশ্চিত, এবার নেপাল আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে। তবে আমরা সেরা ফল পাওয়ার চেষ্টা করব।”
ডের করোনাভাইরাসে আক্রান্ত হওয়াটা বড় ধাক্কা হয়ে এসেছে দলের জন্য। স্টুয়ার্ট আশাবাদী দ্রুতই সুস্থ্য হয়ে ফিরবেন প্রধান কোচ।
“শেষ দুইদিনে জেমি আমার মাধ্যমেই যোগাযোগ করেছে। ট্রেনিং সেশন কেমন হবে, আমরা কোন ব্যাপারগুলোয় মনোযোগ দেব-এসব নিয়ে কথা হয়েছে তখন। যদি জেমি মাঠে না থাকে তাহলে তার সঙ্গে কথা বলতে হবে। টিভিতে তো সে খেলা দেখবেই। আমি নিশ্চিত না যে, ডাগআউট বা ড্রেসিংরুমে ফোন থাকবে কী না। এছাড়া বিশেষ কোনো পরিকল্পনা নেই।”
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো