ফুটবলকে মাসচেরানোর বিদায়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন দুই বছর আগে। খেলা চালিয়ে যাচ্ছিলেন ক্লাবের হয়ে। এবার সব কিছুর ইতি টেনে দিলেন হাভিয়ের মাসচেরানো। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 08:56 AM
Updated : 16 Nov 2020, 08:56 AM

রিভার প্লেট, করিন্থিয়ান্স, লিভারপুল ও বার্সেলোনার মতো ক্লাবে খেলা মাসচেরানো সবশেষ খেলছিলেন স্বদেশি ক্লাব এস্তুদিয়ান্তেসে। রোববার লিগ ম্যাচে দলের হারের পর বুট জোড়া তুলে রাখার কথা জানান ৩৬ বছর বয়সী এই ফুটবলার।

“পেশাদার ফুটবলার হিসেবে আমি নিজের শতভাগ দিয়ে খেলেছি, সবসময় সেরাটা দিয়েছি। তবে এখন মনে হচ্ছে, আমার পক্ষে সেরাটা দেওয়া বেশ কঠিন হয়ে উঠেছে।”

ক্লাব পর্যায়ে মাসচেরানো সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে আট বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ জিতেছেন মোট ১৯টি শিরোপা। 

জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১৪৭ ম্যাচ। অংশ নিয়েছেন চারটি বিশ্বকাপে। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকে জিতেছেন সোনা।