দুই অর্ধে ভালো খেলার প্রত্যয় জামালের

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের মূল্যায়নে বসে জামাল ভূইয়াও মানছেন দ্বিতীয়ার্ধটা হয়নি ছন্দময়। দ্বিতীয় ম্যাচ সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক তাই দলের কাছে চাওয়াটা জানিয়ে দিলেন, দুই অর্ধেই খেলতে হবে ভালো ফুটবল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 08:47 AM
Updated : 16 Nov 2020, 10:52 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল ৫টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছিল দল।

আগের ম্যাচে মাঝমাঠের খেলা জমেনি। জামাল নিজেও ছিলেন মলিন। দ্বিতীয় দেখায় মলিনতা কাটিয়ে ওঠার প্রত্যয় সোমবারের অনলাইন প্রেস কনফারেন্সে জানালেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।

“আগের ম্যাচে প্রথমার্ধ ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমি ১০/১৫ মিনিট খেলছি। প্রথমার্ধ দারুণ ছিল, দ্বিতীয়ার্ধে কষ্ট করতে হয়েছে। শুধু প্রথমার্ধে ভালো খেললে চলবে না, দুই অর্ধেই ভালো খেলতে হবে। আগামীকাল সেটাই আমাদের লক্ষ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন খেলেছে। সে হিসেবে প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি।”

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জেমি ডের দ্বিতীয় ম্যাচে ডাগআউটে থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কোচের সর্বশেষ টেস্টের ফল এখনও জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ডে ডাগআউটে না থাকলেও খুব একটা সমস্যা দেখছেন না জামাল।

“জেমি থাকুক আর না থাকুক, আমাদের মনোযোগ একই থাকবে। জেমি বা স্টুয়ার্ট ওয়াটকিস যে-ই থাকুক, আমাদের খেলার নির্দেশনা ও ট্যাকটিক্যাল ব্যাপারগুলো একই। জেমি না থাকলে সেটা বড় সমস্যা হবে না।”

নেপালের বিপক্ষে এই দুই ম্যাচকে কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে খেলবে দল। জামালের চাওয়া, তার আগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলে প্রস্তুত হওয়া।

“জেমি এরই মধ্যে আরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলার আবেদন করেছে। কারণ কাতার কোস্টারিকা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। আমাদেরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা প্রয়োজন।”