জেমির ‘বিকল্প’ ভেবে রেখেছে বাংলাদেশ

এখনও জেমি ডের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তবে আবার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এলে প্রধান কোচের বিকল্পও ভেবে রেখেছে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, জেমি থাকতে না পারলে নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে দায়িত্ব পালন করবেন স্টুয়ার্ট ওয়াটকিস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 07:03 AM
Updated : 16 Nov 2020, 10:51 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার হবে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ওই জয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রটোকল অনুযায়ী পরীক্ষা করানো হয় দুই দলের খেলোয়াড়, কোচ, স্টাফদের। রোববার ডের কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসে।

ওই দিনই প্রাভা হেলথের ডাক্তাররা এসে কোচের নমুনা নিয়ে যান পুনরায় পরীক্ষার জন্য। সে রিপোর্ট বাফুফের বিকালের দিকে পাওয়ার কথা। তবে পরিস্থিতি বিবেচনায় বিকল্প ভেবে রাখার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন নাবিল।

“জেমির সহকারী স্টুয়ার্ট আছে। যদি কোচের রিপোর্ট নেগেটিভ না আসে তাহলে স্টুয়ার্টই দায়িত্ব পালন করবে। তাছাড়া এখন অনলাইনের মাধ্যমেও প্রয়োজনীয় নির্দেশনা, পরামর্শ দেওয়া যায়, জেমি যদি তেমন অসুস্থ না থাকে, তাহলে অনলাইনের মাধ্যমে বা ফোনে সেটা দিতেই পারে। অনেকেই তো কোভিড-১৯ পজিটিভ হয়েও বাসায় বসে কাজ চালিয়ে যাচ্ছে। এটা নির্ভর করবে জেমির শারীরীক অবস্থার উপর।”

“স্টুয়ার্ট খুবই যোগ্যতাসম্পন্ন কোচ। ভারতের লিগেও সে কোচের দায়িত্ব পালন করেছে। সে জানে খেলোয়াড়দের নিয়ে কি কি করতে হবে। প্রয়োজনে সে জেমির পরামর্শ নিতে পারবে। তাই এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই।”

আগামী বৃহস্পতিবার কাতারের উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশের। সেখানে আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলার কথা দলের।