‘ডের পরিকল্পনাতেই চলছে সবকিছু, চিন্তার কিছু নেই’
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2020 06:48 PM BdST Updated: 15 Nov 2020 07:13 PM BdST
-
-
আমের খান
প্রধান কোচ জেমি ডের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দলের জন্য ধাক্কা হয়ে এসেছে। তবে টিম ম্যানেজার আমের খান জানালেন, সে ধাক্কা সামলে ওঠার মানসিকতা জীবন-জামালদের আছে। কোচের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চলছে বলে খুব একটা সমস্যা দেখছেন না তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার বিকাল ৫টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। রোববার সকালে ডের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে।
দুঃসবাদ পেয়ে বাতিল করা হয় সকালের অনুশীলন। বেলা তিনটার একটু আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সহকারী কোচদের অধীনে প্রস্তুতি সেরেছে দল। পরে গণমাধ্যমকে টিম ম্যানেজার দলের সার্বিক অবস্থা নিয়ে জানান।
“পরিবারের কারো মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিছুটা প্রভাব তো ফেলেই। তারপরও যেহেতু জেমি আমাদের সাথে আছে, খেলারও এক-দুই দিন বাকি আছে, তাকে আবারও টেস্ট করা হবে, দেখা যাক এই দুদিনের মধ্যে…আমরা তো আশা করছি, এই দুদিনের মধ্যে সে চলে আসবে।”

আমের খান
“যে কোচিং স্টাফ আছে, তারা কিন্তু জেমির সঙ্গেই কাজ করে। ওরা জেমির প্ল্যানিংটা নিয়েই এসেছে। সে অনুযায়ী প্র্যাকটিস হয়েছে। আজকে অনুশীলন শেষে জেমির সঙ্গে এটা নিয়ে আলোচনাও হবে। আমি মনে করি না, এ নিয়ে চিন্তার কিছু আছে।”
“আপনারা সবাই দেখছেন, প্লেয়াররা বুস্ট আপ হয়ে আছে। (পরের ম্যাচেও) ভালো রেজাল্টের আশায় আছি। আশা করি, পরের ম্যাচটাও আগের মতোই হবে।”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও জানিয়েছেন, কোচের আবার পরীক্ষা হবে। রোববার মধ্যরাতের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি