করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ কোচ ডে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2020 11:32 AM BdST Updated: 15 Nov 2020 11:34 AM BdST
নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে বড় এক ধাক্কা খেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের কোচ জেমি ডে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত শনিবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ডে। রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান।
“কাল তার পরীক্ষা করা হয়েছিল। আজ সকালে রিপোর্ট এসেছে কোভিড-১৯ পজিটিভ। কোচকে আইসোলেশনে রাখা হয়েছে। এখন যে পরিস্থিতি, যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হতেই পারে। তবে আমরা চেষ্টা করছি তাকে আরেকবার পরীক্ষা করাতে।”
দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে দুই দলের খেলোয়াড়দেরও পরীক্ষা করা হয়েছিল। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাফুফে।
কোচ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রোববার সকালের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেলা ৩টায় দল অনুশীলন করবে বলে জানিয়েছে তারা।
গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গোলে নেপালকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় প্রীতি ম্যাচ।
আগামী ১৯ নভেম্বর কাতার যাবে বাংলাদেশ। আগামী ৪ ডিসেম্বর সেখানে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে দল।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’