ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়

ম্যাচের শুরুতে গোল খাওয়ার ধাক্কা সামলে জার্মানি ঘুরে দাঁড়াল দারুণভাবে। টিমো ভেরনার করলেন জোড়া গোল। জালের দেখা পেলেন লেরয় সানে। ইউক্রেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে জয়ে ফিরল ইওয়াখিম লুভের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2020, 09:41 PM
Updated : 14 Nov 2020, 10:21 PM

লাইপজিগের রেড বুল অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে জার্মানি। ইউক্রেনের একমাত্র গোলটি করেন রোমান ইয়ারেমচুক।

আসরে এটি জার্মানির দ্বিতীয় জয়, দুটিই ইউক্রেনের বিপক্ষে। গত মাসে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টুর্নামেন্টে নিজেদের আগের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ৩-৩ ড্র করা জার্মানি তৃতীয় মিনিটেই ভালো একটি সুযোগ পেয়েছিল। তবে শট লক্ষ্যে রাখতে পারেননি লেয়ন গোরেটস্কা।

খেলার ধারার বিপরীতে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ইউক্রেন। ডি-বক্সে অলেকসান্দার জুবকভের শট ব্লক হওয়ার পর তিনি বল দেন ইয়ারেমচুককে। জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গত সপ্তাহে প্রীতি ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ১-০ গোলে জেতা জার্মানির সমতা ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি। প্রতি আক্রমণে ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে গোরেটস্কার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সানে।

২৬তম মিনিটে গোল পেতে পারতেন গোরেটস্কা। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে তার জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

৩৩তম মিনিটে দলকে এগিয়ে দেন ভেরনার। রবিনের ক্রস ডি-বক্সের ডান দিকে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের সামনে বাড়ান গোরেটস্কা। হেডে ফাঁকা জালে বল পাঠান ভেরনার।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল খেতে বসেছিল স্বাগতিকরা। অলেকসান্দার জিনচেঙ্কোর শট এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে ফেরে।

৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ভেরনার। ডান দিক থেকে মাথিয়াস গিন্টারের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে চেলসি ফরোয়ার্ডের নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়।

বাকি সময়ে ইউক্রেনের আরও দুটি চেষ্টা পোস্টে লেগে ফিরলে হতাশায় মাঠ ছাড়তে হয় তাদের।

পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে জার্মানি।

গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের মাঠে ১-১ ড্র করা স্পেন ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তৃতীয় হারের স্বাদ পাওয়া ইউক্রেন ৬ পয়েন্ট নিয়ে তিনে। সুইজারল্যান্ডের পয়েন্ট ৩।