মরিনিয়োর শাস্তি

ইউরোপিয়ান ফুটবলে এক ম্যাচ স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন টটেনহ্যাম হটস্পার কোচ হোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2020, 11:22 AM
Updated : 14 Nov 2020, 12:09 PM

ইউরোপা লিগে গত ২৯ অক্টোবর বেলজিয়ামের দল রয়াল আন্টওয়ের্পের বিপক্ষে দেরিতে ম্যাচ শুরুর দায়ে পর্তুগিজ কোচকে গত শুক্রবার এই শাস্তি দেয় উয়েফা। সংস্থাটির পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নিষেধাজ্ঞাটি এক বছরের জন্য স্থগিত থাকবে।

একই সঙ্গে দেরিতে ম্যাচ শুরু করায় টটেনহ্যামকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার ইউরো। উয়েফার নিয়ম ভঙায় এর সঙ্গে যুক্ত হয়েছে আরও তিন হাজার ইউরো।

প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ১-০ গোলে হারলেও ‘জে’ গ্রুপে আন্টওয়ের্প ও লাস্কের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে টটেনহ্যাম।