উরুগুয়ের বিপক্ষে ‘যুদ্ধের’ প্রস্তুতি ব্রাজিলের

ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে নির্ভার হওয়ার সময় বা সুযোগ নেই। কদিন পর মুখোমুখি হতে হবে পুরনো প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের। কাতার বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে আরেকটি ‘যুদ্ধ’ অপেক্ষা করছে বলে মনে করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2020, 10:56 AM
Updated : 14 Nov 2020, 10:56 AM

সাও পাওলোয় বাংলাদেশ সময় শনিবার সকালে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারায় ব্রাজিল। এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে কলম্বিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারায় উরুগুয়ে।

দারুণ জয়ে আত্মবিশ্বাসী দল দুটি এবার মুখোমুখি লড়াইয়ে নামবে। উরুগুয়ের মাঠে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৫টায়।

ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলদাতা রবের্তো ফিরমিনো। উরুগুয়ের হয়ে জালের দেখা পেয়েছেন এদিনসন কাভানি, লুইস সুয়ারেস ও দারউইন নুনেস।

অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে স্বস্তির জয়ের পরই উরুগুয়ে ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছে ব্রাজিল। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াইকে ‘যুদ্ধের’ সঙ্গে তুলনা করেছেন পিএসজির ফুটবলার মার্কিনিয়োস।

“আমরা জানি, উরুগুয়ের বিপক্ষে ম্যাচ সবসময় একটা যুদ্ধ।”

“প্রস্তুত হয়েই আমাদের সেখানে খেলতে যেতে হবে, কারণ এটা হবে কঠিন একটা ম্যাচ। ঐতিহ্য, মান ও দারুণ রক্ষণের সমন্বয়ে তারা শক্তিশালী একটা দল। আগামী কয়েক দিন আমরা কঠোর পরিশ্রম করব, যেন সেখানে গিয়ে ভালো খেলে পয়েন্ট নিয়ে ফিরতে পারি।”

উরুগুয়ে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্রাজিলের আলানও। ভেনেজুয়েলার মতো রক্ষণাত্মক ফুটবল উরুগুয়ে খেলবে না বলে মনে করেন এই নাপোলি মিডফিল্ডার।

“এটা কঠিন একটা ম্যাচ হবে। উরুগুয়ে আজ গুরুত্বপূর্ণ একটা জয় পেয়েছে। তবে নিজেদের সক্ষমতা সম্পর্কে আমরা জানি।”

“আমার মনে হয়, উরুগুয়ের বিপক্ষে লড়াইটা হবে পুরোপুরি ভিন্ন। তারা আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে, যা আমাদের ফরোর্ডদের জন্য সুযোগ করে দেবে।”

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে একুয়েডর। সমান ৬ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে।

ঘরের মাঠে চিলির বিপক্ষে ২-১ গোলের জয়ে বাছাইপর্ব শুরু করা উরুগুয়ে পরের ম্যাচে স্বাগতিক একুয়েডের বিপক্ষে হেরেছিল ৪-২ গোলে।