করোনাভাইরাসে আক্রান্ত সালাহ

বাজে সময় যেন পিছু ছাড়ছে না লিভারপুলের। জাতীয় দলের সঙ্গে থাকার সময়ে দলটির মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2020, 04:35 PM
Updated : 13 Nov 2020, 08:24 PM

মিশর ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে জানায়, ২৮ বছর বয়সী এই ফুটবলারের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং সেলফ আইসোলেশনে আছেন তিনি। দলের বাকিদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও জানানো হয় বিবৃতিতে।

স্বাভাবিকভাবে জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলতে পারবেন না সালাহ। আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে শনিবার টোগোর মুখোমুখি হবে মিশর। একই দলের বিপক্ষে মঙ্গলবার ফিরতি পর্বের ম্যাচ খেলবে তারা।

নিজেদের পরবর্তী দুই ম্যাচে হয়তো সালাহকে পাবে না লিভারপুলও। আগামী ২১ নভেম্বর প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও এর চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে খেলবে তারা। এরই মধ্যে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির বেশ কয়েকজন খেলোয়াড়। করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন কয়েকজন।   

চলতি মৌসুমে লিগে গতবারের চ্যাম্পিয়নদের প্রথম আট ম্যাচেই খেলেছেন সালাহ। গোল করেছেন আটটি।