শিরোপা জিততে সতীর্থদের উন্নতির তাগিদ ক্রুসের

উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ মৌসুমে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তাই শিরোপা জিততে চাইলে তাদের আরও উন্নতি করতে হবে বলে মনে করেন দলটির জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2020, 02:12 PM
Updated : 13 Nov 2020, 05:03 PM

লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে গত রোববার ভালেন্সিয়ার মাঠে ৪-১ গোলে হারে রিয়াল। লিগে আট ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। পঞ্চম ম্যাচ ডে’তে ঘরের মাঠে তারা হেরেছিল কাদিসের বিপক্ষে। পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় গতবারের চ্যাম্পিয়নদের অবস্থান চারে।

চ্যাম্পিয়ন্স লিগে তাদের শুরুটা হয় ভীষণ বাজে। শাখতার দোনেৎস্কের বিপক্ষে ঘরের মাঠে হেরে অভিযান শুরুর পর দ্বিতীয় ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে শেষের দুই গোলে কোনোমতে ২-২ ড্র করে ইউরোপের সফলতম দলটি। পরের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল। রদ্রিগোর শেষ দিকের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

চলমান আন্তর্জাতিক বিরতিতে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রুস তুলে ধরলেন, কোন জায়গায় উন্নতি করতে হবে তাদের। 

“আমাদের কিছু একটার অভাব আছে। এটি গোপন কোনো বিষয় নয়। সবাই দেখতে পারছে। আমরা খুব বেশি অভাব বোধ করছি না...কিন্তু আমাদের ধারাবাহিক হতে হবে। যদি ম্যাচের ফলগুলোর দিকে তাকান; দুটি ভালো, একটি খারাপ, দুটি ভালো, একটি খারাপ।”

“আমাদের আরও ভালো করতে হবে। কিছু ম্যাচে আমরা আরও ভালো করতে পারতাম। যেমন বার্সেলোনার বিপক্ষে, ইন্টারের বিপক্ষে প্রথমার্ধে...অবশ্যই উন্নতি করতে পারি, তবে আমাদের ধারাবাহিকতার অভাব রয়েছে।”

পার্থক্যটাও ভালোভাবে ধরতে পারছেন রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জেতা ৩০ বছর বয়সী এই ফুটবলার।

“যদি বার্সেলোনার বিপক্ষে ভালো করতে পারি তাহলে ঘরের মাঠে কাদিস বা শাখতারের (দোনেৎস্ক) বিপক্ষেও আমাদের ভালো খেলতে হবে। বড় সমস্যাটা এখানেই। কখনও কখনও আমরা খুব ভালো করছি, আবার কখনও খুব খারাপ। শিরোপা জিততে হলে আমাদের উন্নতি করতে হবে।”