চূড়ান্ত হলো ইউরোর বাকি ৪ দল

মূল বাছাই পেরিয়ে আগেই ইউরো ২০২০-এর টিকেট নিশ্চিত করেছিল ২০ দল। নতুন আঙ্গিকে এবার চূড়ান্ত হলো বাকি চারটি দলও। উয়েফা নেশন্স লিগের পথ পেরিয়ে নিজ নিজ গ্রুপের প্লে-অফে জিতে মূল পর্বে উঠেছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্কটল্যান্ড ও নর্থ মেসিডোনিয়া। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 10:33 PM
Updated : 12 Nov 2020, 10:53 PM

গতানুগতিক ধারার থেকে এবার একটু ভিন্ন উপায়ে বাছাইয়ের নিয়ম করে উয়েফা। মূল বাছাইপর্ব থেকে ২০ দল ওঠার পর বাকি চারটি পজিশন ফাঁকা রাখে উয়েফা নেশন্স লিগের দলগুলোর জন্য।

নিয়মটি করা হয়েছিল আসলে নতুন প্রতিযোগিতা নেশন্স লিগকে আরেকটু চ্যালেঞ্জিং, অর্থবহ করে তুলতে। অভিষেক (২০১৮-১৯) আসরের চারটি লিগের প্রতিটি চার গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে আলাদা আলাদা প্লে-অফে নির্ধারণ হয়েছে বাকি চার দল।

লিগের গ্রুপগুলো যেহেতু করা হয়েছিল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে, সেহেতু তুলনামূলক দুর্বল চার দলের একটির সুযোগ পাওয়া হয়ে পড়ে নিশ্চিত। মূলত তার ফলেই সুযোগ পেল ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৫তম স্থানে থাকা নর্থ মেসিডোনিয়া।

প্লে-অফ ‘ডি’ এর ফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮৬তম স্থানে থাকা জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে টিকেট পেল নর্থ মেসিডোনিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড গোরান পানদেভ। প্রথমবারের মতো মেজর কোনো টুর্নামেন্টে খেলবে দলটি।

প্লে-অফ ‘এ’ এর ফাইনালে অভিষেক আসরে চমক জাগানো আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে হাঙ্গেরি। শুরুতে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে দুই গোল খেয়ে ছিটকে যায় ২০১৬ আসরের কোয়ার্টার-ফাইনালিস্টরা।

অতিরিক্ত সময়ে গড়ানো প্লে-অফ ‘বি’ এর লড়াইয়ে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্লোভাকিয়া। টানা দ্বিতীয়বার ইউরো খেলতে যাচ্ছে দলটি।

আর প্লে-অফ ‘সি’ এর লড়াই নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটও ১-১ সমতায় শেষের পর গড়ায় টাইব্রেকারে। সেখানে সার্বিয়ার বিপক্ষে ৫-৪ গোলে জিতে মূল পর্বে পা রাখলো স্কটল্যান্ড।  

ইউরোপীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগিতাটির এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল গত জুন-জুলাইয়ে। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী বছরের জুন-জুলাইয়ে।

ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হবে প্রতিযোগিতাটির ষোড়শ আসর। ছয় গ্রুপের প্রতিটিতে চারটি করে দল খেলবে।

ইউরো ২০২০-এর গ্রুপ

গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড

গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া

গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া

গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক রিপাবলিক

গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া

গ্রুপ এফ: হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি