গোমেজকেও হারাল লিভারপুল

আরও এক খেলোয়াড়কে হারাল লিভারপুল। হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন ডিফেন্ডার জো গোমেজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 04:34 PM
Updated : 12 Nov 2020, 04:34 PM

ইংল্যান্ডের হয়ে অনুশীলনের সময় বুধবার চোট পান ২৩ বছর বয়সী এই ফুটবলার। বৃহস্পতিবার তার বাম হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে লিভারপুল। তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বাকি মৌসুমের ‘উল্লেখযোগ্য অংশে’ খেলতে পারবেন না তিনি। 

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে একটি বাদে লিভারপুলের অন্য সব ম্যাচেই খেলেছেন গোমেজ।

তার চোট দলটির জন্য বড় ধাক্কা হয়েই এসেছে। এর আগে হাঁটুর লিগামেন্টের চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। গত ১৭ অক্টোবর এভারটনের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর তার হাঁটুতেও অস্ত্রোপচার হয়েছিল।

হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে আছেন মিডফিল্ডার ফাবিনিয়োও। ফন ডাইক চোটে পড়ার পর তার জায়গায় খেলছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

চোট শঙ্কা আছে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নিয়েও। গত রোববার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ ড্র ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন এই ইংলিশ ডিফেন্ডার। ইংল্যান্ড জাতীয় দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে।