ঘরের মাঠে জার্মানির কষ্টের জয়

পারফরম্যান্স মোটেও আশানুরূপ হলো না জার্মানির। তবে কাঙ্ক্ষিত জয় ঠিকই তুলে নিয়েছে তারা। প্রীতি ম্যাচে চেক রিপাবলিককে হারিয়েছে ইওয়াখিম লুভের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 10:09 PM
Updated : 11 Nov 2020, 10:20 PM

লাইপজিগের রেড বুল অ্যারেনায় বুধবার রাতে ১-০ গোলে জিতেছে জার্মানি। ম্যাচের একমাত্র গোলটি করেন লুকা ওয়াল্ডশ্মিট।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই এগিয়ে যায় জার্মানি। ডি-বক্সের বাইরে থেকে ফ্লোরিয়ানের নেওয়া জোরালো শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকানোর পর বল পেয়ে গোলমুখে ক্রস বাড়ান ফিলিপ মাক্স। ছুটে গিয়ে বাঁ পায়ের প্লেসিং শটে গোলটি করেন বেনফিকার ফরোয়ার্ড ওয়াল্ডশ্মিট।

বিরতির আগের তিন মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো দুটি সুযোগ তৈরি করেছিল জার্মানি। কিন্তু চেক গোলরক্ষক ইয়েরি পাভলেঙ্কাকে পরাস্ত করতে পারেননি দুই মিডফিল্ডার ফ্লোরিয়ান ও নাদিম আমিরি।

দ্বিতীয়ার্ধে বল দখলে আধিপত্য করলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি জার্মানি। তুলনায় এই অর্ধে চেক রিপাবলিক ভালো খেললেও ফিনিশিংয়ে তারা ছিল ব্যর্থ। ফলে কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নেশন্স লিগে আগামী শনিবার জার্মানি ঘরের মাঠে খেলবে ইউক্রেনের বিপক্ষে। পরদিন চেক রিপাবলিক নিজেদের মাঠে খেলবে ইসরায়েলের বিপক্ষে।