নেপালের রনজিৎ ধিমাল করোনাভাইরাসে আক্রান্ত

বাংলাদেশে আসার আগেই অনুশীলন ক্যাম্পের সাত জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে পড়েছিলেন। মাঠের লড়াই শুরুর দুদিন আগে আরও একজনকে হারাল নেপাল। দলটির ডিফেন্ডার রনজিৎ ধিমালের রিপোর্ট পজিটিভ এসেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 03:33 PM
Updated : 11 Nov 2020, 03:33 PM

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও নেপাল দলের খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল গত মঙ্গলবার। দুই দলের বাকি সবার ফল নেগেটিভ এসেছে।

ধিমালের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

“দুই দলের সব খেলোয়াড়ের নিয়মমাফিক টেস্ট করানো হয়েছিল। শুধুমাত্র নেপালের একজন খেলোয়াড়ের রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি।”

প্রস্তুতি ম্যাচ খেলতে আসার আগেই নেপাল দলের ক্যাম্পে হানা দিয়েছিল করোনাভাইরাস। ক্যাম্প থেকে সাত জন খেলোয়াড়ের আক্রান্ত হয়ে ছিটকে যাওয়ার কথা জানিয়েছিল অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।