‘ফিফা ও উয়েফার কাছে ফুটবলাররা স্রেফ পুতুল’
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2020 09:23 PM BdST Updated: 11 Nov 2020 09:23 PM BdST
-
টনি ক্রুস
ফিফা ও উয়েফার কড়া সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদ ও জার্মানির মিডফিল্ডার টনি ক্রুস। নতুন প্রতিযোগিতা আয়োজন ও টুর্নামেন্ট সম্প্রসারণ করে সংস্থা দুটি ফুটবলারদের ‘মানুষ নয়, পুতুল হিসেবে’ দেখছে বলে মনে করেন তিনি।
২০১৮ সালে নেশন্স লিগ চালু করে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। এখন প্রতিযোগিতাটির দ্বিতীয় আসর চলছে। আর ফিফা ক্লাব বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। জার্মানির বিল্ড পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফিফা ও উয়েফাকে এক হাত নিয়েছেন ক্রুস।
“নতুন এই টুর্নামেন্টগুলোর আয়োজনে এটি স্পষ্ট যে, ফিফা ও উয়েফার কাছে আমরা (ফুটবলার) স্রেফ পুতুল। সর্বাধিক লাভের জন্য নেশন্স লিগ বা ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্ট চালু করা হয়েছে, যা খেলোয়াড়দের শারীরিক সামর্থ্যের পরীক্ষা নিচ্ছে।”
প্রস্তাবিত ইউরোপিয়ান সুপার লিগেরও বিরোধিতা করেছেন জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা ক্রুস। তার মতে, ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগকে প্রাধান্য দেওয়া উচিত সবার।
“কিছু জিনিস যখন ভালোভাবে কাজ করে, তখন সেগুলো সেভাবে রাখাই ভালো।”
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- যেখানে শেষ সেখানেই শুরু এনামুলের