চোটের কাছে হার মানলেন আর্জেন্টিনার গাগো

একের পর এক চোটের ধাক্কায় আর পেরে উঠলেন না আর্জেন্টাইন ফুটবলার ফের্নান্দো গাগো। মনোবল হারিয়ে একরকম বাধ্য হয়েই পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানালেন রিয়াল মাদ্রিদ ও বোকা জুনিয়র্সের সাবেক এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 10:50 AM
Updated : 11 Nov 2020, 10:50 AM

ক্লাব ক্যারিয়ারে রোমা ও ভালেন্সিয়াতেও খেলা ৩৪ বছর বয়সী গাগো সবশেষ খেলেছেন বুয়েন্স আইরেসের ক্লাব ভেলেস সারসফিল্ডে। দলটির কোচ পাবলো কাভাইয়েরো বুধবার স্থানীয় এক রেডিওতে গাগোর অবসরের বিষয়টি নিশ্চিত করেন।

“সে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। আমরা খুব গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারালাম।”

স্টাইলিশ হোল্ডিং মিডফিল্ডার গাগো মারাত্মক অ্যাকিলিস চোটে পড়েছেন তিনবার, দুইবার পড়েছেন হাঁটুর চোটে।

২০০৮ অলিম্পিক জেতা এই ফুটবলার ছিলেন ২০১৪ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে। রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি।