কাতার-বাংলাদেশ বিশ্বকাপ বাছাই ৪ ডিসেম্বর
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2020 04:09 PM BdST Updated: 11 Nov 2020 06:49 PM BdST
-
ফাইল ছবি
ডিসেম্বরের শুরুতে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফেরানোর গুঞ্জন শোনা যাচ্ছিল কদিন ধরে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। পরিবর্তিত সূচিতে কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় পর্বের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ ডিসেম্বর।
এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার জানানো হয়, কাতার ও বাংলাদেশের মধ্যে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগের ম্যাচটি আয়োজনের অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।
ফিফা ও এএফসির সবুজ সংকেত পেলেও কাতারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা না পাওয়ার কথা জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে কাতারে রওনা দেওয়ার ও সেখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ জানিয়েছেন তিনি।
“কাতার এখনও আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানায়নি। তবে এএফসি জানিয়ে দিয়েছে ম্যাচটি হওয়ার কথা। কাতার হয়তো এক-দুই দিনের মধ্যে জানাবে। কাতারের উদ্দেশে দল রওনা দেবে ১৯ নভেম্বর। সেখানে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর অনুশীলন করতে পারবে। আশা করি, এরপর ২৫ ও ২৮ তারিখে দুটি প্রস্তুতি ম্যাচ আমরা খেলতে পারব স্থানীয় ক্লাবের বিপক্ষে।”
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাই গত মাসে পুনরায় মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় গত অগাস্টে ফিফা ও এএফসি বিবৃতি দিয়ে বাছাইয়ের এশিয়ার অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের খেলা এ বছর আর হচ্ছে না বলে জানিয়েছিল।
বিশ্বকাপ বাছাইয়ে গত বছরের অক্টোবরে প্রথম দেখায় কাতারের কাছে নিজেদের মাঠে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। বাছাইয়ে খেলা আগের চার ম্যাচের মধ্যে কলকাতার সল্টলেকে ভারতের সঙ্গে ড্র করে একমাত্র পয়েন্ট পেয়েছিল জেমি ডের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী শুক্রবার ও এর চার দিন পর আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’