‘ওল্ড ট্র্যাফোর্ডে সুখী হতে পারছে না পগবা’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2020 06:30 PM BdST Updated: 10 Nov 2020 07:08 PM BdST
ম্যানচেস্টার ইউনাইটেডে পল পগবার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। যথেষ্ট খেলার সময় পাচ্ছেন না, বেশিরভাগ ম্যাচে নামতে হচ্ছে বদলি হয়ে। সব মিলে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে ফরাসি এই মিডফিল্ডার সুখী নয় বলে মনে করেন ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ে দেশম।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত পগবা খেলেছেন ১১ ম্যাচ। এর মধ্যে শুরুর একাদশে ছিলেন কেবল পাঁচটিতে। সবশেষ গত শনিবার এভারটনের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে তাকে ৮২তম মিনিটে বদলি নামান কোচ উলে গুনার সুলশার।
ফ্রান্সের আসন্ন তিন ম্যাচের স্কোয়াডে আছে পগবা। ফিনল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের পর উয়েফা নেশন্স লিগে পর্তুগাল ও সুইডেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে সোমবার সংবাদ সম্মেলনে ইউনাইটেডে পগবার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন দেশম।
“সে ক্লাবে এমন এক অবস্থায় আছে, যেখানে সে সুখী হতে পারছে না। সে খেলার যথেষ্ট সময়ও পাচ্ছে না, তার প্রিয় পজিশনও পাচ্ছে না।”

২০১৬ সালে ইউভেন্তুস থেকে তখনকার রেকর্ড ট্রান্সফার ফিতে ইউনাইটেডে ফেরেন পগবা। গত মাসে আন্তর্জাতিক বিরতির সময় ২৭ বছর বয়সী এই ফুটবলার বলেছিলেন, একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখেন তিনি। একই মাসের শেষ দিকে তার চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত বাড়ায় ইউনাইটেড।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল