টানা ১৩ মৌসুমে সেল্তা ভিগোর কোচ ছাঁটাই

মাস তিনেক আগে দুই বছরের নতুন চুক্তি করেছিলেন। তবে সেল্তা ভিগোর ডাগআউটে আর দাঁড়ানো হচ্ছে না অস্কার গার্সিয়ার। দলের বাজে পারফরম্যান্সের দায়ে তাকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 02:05 PM
Updated : 9 Nov 2020, 02:05 PM

এই নিয়ে টানা ১৩ মৌসুমে কোচ ছাঁটাই করল স্প্যানিশ ক্লাবটি। ১৪ বছর আগে কার্লোস মরিনো সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে সেল্তার ১৬ জন আলাদা কোচ বরখাস্ত হলেন। এক বিবৃতিতে সোমবার ৪৭ বছর বয়সী অস্কার ও তার কোচিং স্টাফের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় লা লিগার দলটি।

গত বছরের নভেম্বরে সেল্তার দায়িত্ব নিয়েছিলেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার অস্কার। তার কোচিংয়ে ১৭তম স্থানে থেকে গত মৌসুম শেষ করে লা লিগায় টিকে থাকে দলটি।

তবে চলতি মৌসুমে সময়টা মোটেই ভালো যাচ্ছে না তাদের। লিগের প্রথম নয় ম্যাচে জিতেছে কেবল একটি। সাত পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৭তম স্থানে। দলের এমন পারফরম্যান্সে চাকরি হারালেন অস্কার।