শিখতে চান ফয়সাল, ছন্দে ফেরার তাড়া সাদের

জাতীয় দলে থিতু হয়েছেন সাদ উদ্দিন। ফয়সাল আহমেদ ফাহিমের এখনও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি। নেপালের বিপক্ষে ম্যাচে দুজনের লক্ষ্যও তাই আলাদা। ১৮ বছর বয়সী ফয়সাল চান অভিজ্ঞদের কাছ থেকে শিখতে। সাদের লক্ষ্য হারানো ছন্দ ফিরে পাওয়া।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 11:57 AM
Updated : 9 Nov 2020, 11:59 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় গত মার্চ থেকে বাংলাদেশে ফুটবল বন্ধ। নেপাল ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন সাদ-ফয়সালরা।

বাতিল হয়ে যাওয়া ২০১৯-২০ মৌসুমের লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে দুই গোল করেছিলেন ফয়সাল। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভুটানের জালে হ্যাটট্রিক করে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন এই ফরোয়ার্ড।

জাতীয় দলের আক্রমণভাগে নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মাহবুবুর রহমান সুফিল রয়েছেন। অভিজ্ঞদের ভিড়ে জায়গা করে নেওয়া কঠিন, জানেন ফয়সালও।

“এটা (জাতীয় দলের হয়ে খেলা) আরও চ্যালেঞ্জিং। কেননা বয়সভিত্তিক পর্যায় আলাদা…আর এটা জাতীয় দলের খেলা। এখানে আমার চেয়ে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ, অনেকে অনেক ম্যাচ খেলেছে। তাদের কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে। তারা কিভাবে গোল করে, কিভাবে সবকিছু করে, এগুলো শেখার আছে।”

লম্বা সময় মাঠের বাইরে থাকায় ফিটনেস নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। গত ২৪ অক্টোবর ক্যাম্প শুরুর পর এ কথাটি ঘুরেফিরে এসেছে কোচ, খেলোয়াড়দের মুখে। সাদও বললেন একই কথা।

“অনেক দিন আমরা খেলার বাইরে ছিলাম। আগের পর্যায়ে ফিরতে হলে আমাদের সময় লাগবে। যদি আমরা আগের জায়গায় যেতে চাই, তাহলে আমাদের আরও প্র্যাকটিস লাগবে। আগের জায়গায় ফিরে আসতে আমরা চেষ্টা করছি। কোচও চেষ্টা করছে। আশা করি, আমরা দ্রুতই আগের অবস্থায় ফিরতে পারব।”

২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডে ভারতের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে গোল করা সাদ সল্ট লেকের সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথাও জানালেন।

“অবশ্যই ভারত ম্যাচ আমাদের জন্য অনেক অনুপ্রেরণার হয়ে থাকবে। ওই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি।”