বার্সার ফাতির জায়গায় রিয়ালের আসেনসিও     

হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে যাওয়া ফরোয়ার্ড আনসু ফাতির জায়গায় স্পেন দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2020, 03:09 PM
Updated : 8 Nov 2020, 03:17 PM

আসছে তিন ম্যাচের জন্য স্পেন কোচ লুইস এনরিকের ঘোষিত ২৫ সদস্যের দলে ছিলেন ফাতি। কিন্তু লা লিগায় গত শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ৫-২ গোলে জয়ের ম্যাচে চোট পান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। সংবাদমাধ্যমের খবর, এক থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

চোটে ছিটকে গেছেন সেভিয়ার ডিফেন্ডার হেসুস নাভাসও। তার জায়গায় দলে এসেছেন আর্সেনালের রাইট-ব্যাক এক্তর বেইয়েরিন। চার বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি।

আগামী বুধবার নেদারল্যান্ডসের মাঠে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। উয়েফা নেশন্স লিগে এর তিন দিন পর বাসেলে সুইজারল্যান্ডের বিপক্ষে এবং আগামী ১৭ নভেম্বর সেভিয়ায় জার্মানির বিপক্ষে খেলবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।