বঙ্গবন্ধুকে উৎসর্গ বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2020 05:47 PM BdST Updated: 08 Nov 2020 05:47 PM BdST
বাংলাদেশ ও নেপালের মধ্যে হতে যাওয়া প্রীতি ম্যাচ দুটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে ভবনে রোববার সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।
“বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে এই ম্যাচ দুটি আমরা জাতির জনককে উৎসর্গ করতে চাচ্ছি। আমাদের অনেক কিছু করার পরিকল্পনা ছিল। চার-পাঁচটা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু কোভিড-১৯ এর কারণে তা আর সম্ভব হয়নি।”
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ বছর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপও আয়োজন করতে চেয়েছিল বাফুফে। কিন্তু করোনাভাইরাসের কারণে তা আটকে আছে আপাতত।
গত মার্চ থেকে বন্ধ থাকা দেশের ফুটবল নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সালাউদ্দিন প্রতিকূল পরিস্থিতি পেরুনোর আশাবাদ জানাতে করলেন স্বাধীনতা যুদ্ধের সময়ের স্মৃতিচারণ।
“ফুটবলাররা শুধুমাত্র বঙ্গবন্ধুর ডাকে সরাসরি যুদ্ধে গেছে। আমরা করোনাভাইরাসকে হার মানিয়ে মুজিব শতবর্ষ প্রোগ্রাম করব। তারই ধারাবাহিকতায় সরকারের সব নিয়ম-কানুন মেনে ফিফা থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ-নেপাল ম্যাচ আয়োজন করছি। আশা করি, সাফল্যের সঙ্গে সেটি শেষ করতে পারব।”
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’