বার্সার ভবিষ্যৎ অধিনায়ক টের স্টেগেন: রিভালদো

লিওনেল মেসি, জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস কাম্প নউ ছাড়ার পর মার্ক-আন্ড্রে টের স্টেগেন বার্সেলোনার অধিনায়ক হতে পারেন বলে মনে করেন রিভালদো। এর পেছনে যুক্তিও দেখিয়েছেন কাতালান ক্লাবটির সাবেক এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2020, 05:55 PM
Updated : 6 Nov 2020, 05:55 PM

চোট কাটিয়ে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে দিনামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন টের স্টেগেন। মৌসুমে নিজের প্রথম ম্যাচে দারুণ কয়েকটি সেভ করে দলের জয়ে অবদান রাখেন ২৮ বছর বয়সী এই জার্মান গোলরক্ষক। 

বেটফেয়ারে শুক্রবার নিজের লেখা কলামে রিভালদো তুলে ধরলেন কেন টের স্টেগেনকে বার্সেলোনার ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখেন তিনি।

“জার্মান গোলরক্ষক টের স্টেগেন দিনামো কিয়েভের বিপক্ষে দলে ফিরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সে না থাকলে বার্সেলোনা ম্যাচটি জিততে পারতো না।”

“অনেকেই মনে করে, ভবিষ্যতে সে বার্সার অধিনায়ক হতে পারে। আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। মেসি, পিকে বা বুসকেতস যখন ক্লাব ছেড়ে যাবে, তখন সে এই ভূমিকা নিতে পারে, কারণ তার অনেক অভিজ্ঞতা আছে। ম্যাচ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে এবং সতীর্থদের পরামর্শ দেওয়ার জন্য উপযুক্ত জায়গায় সে খেলে। সে দারুণ অধিনায়ক হতে পারে।”