২৪ ম্যাচ পর হারল মিলান

সব প্রতিযোগিতা মিলে ২৪ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল এসি মিলান। ইউরোপা লিগে ফ্রান্সের দল লিলের বিপক্ষে থেমেছে সেরি আ দলটির অজেয় পথচলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2020, 09:48 AM
Updated : 6 Nov 2020, 09:48 AM

এর আগে গত ৮ মার্চ সবশেষ তারা হেরেছিল সেরি আয়, জেনোয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে। প্রায় আট মাস পর নিজেদের মাঠেই বৃহস্পতিবার মিডফিল্ডার ইউসুফ ইয়াজিজির হ্যাটট্রিকে ৩-০ গোলে হেরেছে মিলান।

স্পট কিকে প্রথমার্ধে লিলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার ভুলে ব্যবধান বাড়ান ইয়াজিজি। খানিক পর প্রতি-আক্রমণে মৌসুমে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ২৩ বছর বয়সী তুরস্কের এই ফুটবলার।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের দুইয়ে আছে এসি মিলান। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিল।