রোনালদোদের 'স্বার্থপর' বললেন কোচ

চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের ফলে খুশি হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো। বিশেষ করে নিজের ফরোয়ার্ডদের মানসিকতার কড়া সমালোচনা করেছেন তিনি। কোনোরকম রাখঢাক না করে আক্রমণভাগের খেলোয়াড়দের ‘স্বার্থপর’ বলে দিলেন সাবেক তারকা এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2020, 11:23 AM
Updated : 5 Nov 2020, 11:24 AM

প্রতিযোগিতাটিতে আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে হারা ইউভেন্তুস বুধবার বুদাপেস্টে স্বাগতিকদের হারায় ৪-১ গোলে। আলভারো মোরাতার জোড়া গোলের পর ব্যবধান বাড়ান বদলি নামা পাওলো দিবালা। অন্য গোলটি আত্মঘাতী।

ম্যাচটিতে অনেক সুযোগ নষ্ট করে সেরি আ চ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষের হাস্যকর সব ভুলে বড় জয়ই পায় তারা। স্কাই স্পোর্ত ইতালিয়ায় ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন পিরলো।

“ম্যাচের ফল নিয়ে আমরা খুশি, তবে পারফরম্যান্সের দিক দিয়ে আমরা আরও ভালো করতে পারতাম। আমরা অনেক ভুল করেছি…তাই আমাদের উন্নতি দরকার।”

আরও ভালো সুযোগ তৈরি করতে সতীর্থদের পাস দেওয়ার প্রতি অনীহা ছিল ইউভেন্তুসের আক্রমণভাগের ফুটবলারদের। গোল করতে চাইছিলেন নিজেরাই। এসি মিলান, ইউভেন্তুস, রিয়াল মাদ্রিদসহ আরও অনেক ক্লাবের সাবেক ইতালিয়ান কোচ ফাবিও কাপেলো এ নিয়ে প্রশ্ন করেন পিরলোকে। জবাবে কোনো কোনো ক্ষেত্রে ফরোয়ার্ডরা ‘কম স্বার্থপর’ হতে পারত বলে মন্তব্য করেন পিরলো।

“আমি আমার খেলোয়াড়দের সঙ্গে প্রচুর কথা বলি। তবে যখন তারা মাঠে থাকে তখন তারাই সিদ্ধান্ত নেয়। দলের কথা ভেবে আরেকটু কম স্বার্থপর হয়ে ম্যাচের ভাগ্য আগেই গড়ে দিতে পারত তারা।”

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ইউভেন্তুস। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠার পথে অনেকটা এগিয়ে গেছে গ্রুপের শীর্ষে থাকা বার্সেলোনা। দিনামো ও ফেরেন্সেভারোসের পয়েন্ট এক করে।

নিজেদের পরবর্তী ম্যাচে সেরি আয় আগামী রোববার লাৎসিওর মুখোমুখি হবে ইউভেন্তুস।