প্রতিপক্ষের ভুলে ইউভেন্তুসের সহজ জয়

অনেক সুযোগ নষ্ট হলো। প্রতিপক্ষের হাস্যকর সব ভুলে এরপরও বড় জয়ের আনন্দে ভাসলো ইউভেন্তুস। আলভারো মোরাতার জোড়া গোলে ফেরেন্সভারোসকে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 09:55 PM
Updated : 4 Nov 2020, 10:20 PM

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ইউভেন্তুস। মোরাতার জোড়া গোলের পর বদলি নামার খানিক পরেই ব্যবধান বাড়ান পাওলো দিবালা। অন্য গোলটি আত্মঘাতী। স্বাগতিকদের একমাত্র গোলদাতা ফ্রাঙ্ক বোলি।

দিনামো কিয়েভকে হারিয়ে আসর শুরুর পর বার্সেলোনার বিপক্ষে হেরেছিল আন্দ্রেয়া পিরলোর দলটি।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো ইউভেন্তুস সপ্তম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায়। ডান দিক থেকে আক্রমণে ওঠা হুয়ান কুয়াদরাদোর ছয় গজ বক্সে বাড়ানো পাস ছেড়ে দেন ক্রিস্তিয়ানো রোনালদো। পেছনে ছুটে আসা মোরাতা অনায়াসে টোকা দিয়ে বল লক্ষ্যে পাঠান।

২৩তম মিনিটে স্বাগতিকদের রক্ষণে ভীতি ছড়ান রোনালদো। বল নিয়ে গোলমুখে ঢুকেও পড়েছিলেন তিনি; কিন্তু কালক্ষেপনে সুযোগ হারান। দুই মিনিট পর সমতা টানতে পারতেন অলেকসান্দার জুবকভ। তবে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন ইউক্রেনের এই ফরোয়ার্ড।

৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ নষ্ট হয় ইউভেন্তুসের। গোলরক্ষককে একা পেয়েও শট না নিয়ে ডি-বক্সে বাঁ দিকে রোনালদোর উদ্দেশে পাস দেন মোরাতা। এক ডিফেন্ডারের স্লাইডে ঠেকানোর চেষ্টা করলেও তার পায়ে লেগে বল পেয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড, কিন্তু অবিশ্বাস্যভাবে তালগোল পাকান তিনি।

৫৬তম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রোনালদো। সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, তারপরও ব্যর্থতা পেছনে ফেলতে পারেননি তিনি। তার কোনাকুনি শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

চার মিনিট পর দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। ডান দিক থেকে রোনালদোর পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো উঁচু শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড। দিনামো কিয়েভকে ২-০ ব্যবধানে হারিয়ে ইউভেন্তুসের আসর শুরুর ম্যাচেও জোড়া গোল করেছিলেন ধারে আতলেতিকো মাদ্রিদ থেকে আসা মোরাতা।

প্রতিপক্ষের হাস্যকর ভুলের সুযোগে ৭২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান খানিক আগেই মোরাতার বদলি নামা দিবালা। সতীর্থের ব্যাকপাস পা দিয়ে নিয়ন্ত্রণে নিতে গিয়ে পারেননি গোলরক্ষক, আলগা বল ছুটে গিয়ে টোকায় জালে ঠেলে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

৮২তম মিনিটে গোলরক্ষক দেনেস দিবুসের আরও একটি অমার্জনীয় ভুলে চতুর্থ গোল হজম করে স্বাগতিকরা। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে গিয়ে পাশে থাকা দিবালার গায়ে মেরে বসেন হাঙ্গেরির গোলরক্ষক। দিবালার ঠাণ্ডা মাথায় নেওয়া শটে বল দিবুসের পায়ে লেগে ক্রসবার ছুঁয়ে ফিরে আসছিল। তা ঠেকাতে গিয়ে উল্টো জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার লাশা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সান্ত্বনাসূচক গোলটি পায় ফেরেন্সভারোস। বোলির প্রথম শট গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল ফিরতি শটে জালে পাঠান বোলি।

গ্রুপের অন্য ম্যাচে দিনামো কিয়েভকে ২-১ গোলে হারানো বার্সেলোনা তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইউভেন্তুস।

দিনামো ও ফেরেন্সভারোসের পয়েন্ট সমান ১ করে।