ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল বাসাকসেহির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2020 01:52 AM BdST Updated: 05 Nov 2020 04:21 AM BdST
দুই গোল খেয়ে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর আভাস দিল বটে। কিন্তু শেষ রক্ষা হলো না। ইংলিশ দলটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পয়েন্ট পেয়েছে ইস্তানবুল বাসাকসেহির।
ইস্তানবুলে বুধবার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে বাসাকসেহির। আসরে টানা দুই জয়ের পর হারের তেতো স্বাদ পেল ইউনাইটেড।
পিএসজির মাঠে ২-১ গোলে জিতে টুর্নামেন্ট শুরুর পর দ্বিতীয় ম্যাচে লাইপজিগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল উলে গুনার সুলশারের দল। ওই দুই দলের বিপক্ষেই ২-০ গোলে হেরেছিল বাসাকসেহির।
প্রিমিয়ার লিগে গত রোববার ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের একাদশে ছয় পরিবর্তন এনে খেলতে নামে ইউনাইটেড। দাভিদ দে হেয়ার জায়গায় গোলপোস্টের নিচে দাঁড়ান ডিন হেন্ডারসন।

শুরু থেকে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইউনাইটেড। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিলেন ব্রুনো ফের্নান্দেস, মার্কাস র্যাশফোর্ডরা।
৪০তম মিনিটে প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন অরক্ষিত এদিন ভিসকা। এই গোলেও যথেষ্ট দায় ছিল ইউনাইটেডের রক্ষণভাগের।
দুই মিনিট পর অঁতনি মার্সিয়ালের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। লুক শর ক্রসে হেডে বল জালে পাঠান এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচে ফিরতে মরিয়া ইউনাইটেড বাকি সময়ে একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি। শেষ দিকে আত্মঘাতী গোল খেতে বসেছিল বাসাকসেহির। তবে লাইন থেকে বল ক্লিয়ার করে দারুণ এক জয়ের উৎসবে মাতে তারা।
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড। সমান ৩ পয়েন্ট করে নিয়ে পিএসজি দুইয়ে, লাইপজিগ তিনে ও বাসাকসেহির সবার নিচে আছে। পিএসজি ও লাইপজিগ অবশ্য এক ম্যাচ করে কম খেলেছে।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি