অস্ত্রোপচারের পর ‘ভালো আছেন’ মারাদোনা

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দিয়েগো মারাদোনা ‘সজাগ ও ভালো’ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 11:25 AM
Updated : 4 Nov 2020, 11:25 AM

গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করা আর্জেন্টাইন কিংবদন্তি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় সোমবার তাকে লা প্লাতার ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন লুক জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় মারাদোনার অস্ত্রোপচার দরকার।

মঙ্গলবার অস্ত্রোপচার শেষে লুক হাসপাতালের গেটে দাঁড়িয়ে জানান, মারাদোনা ভালো আছেন।

“অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি সজাগ ও বেশ ভালো আছেন।” 

তবে অস্ত্রোপচারের প্রক্রিয়া এখনও শেষ হয়নি বলে জানালেন লুক। পরবর্তী পর্যায়ের জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

“অস্ত্রোপচারের জন্য সময় লেগেছিল এক ঘণ্টা বিশ মিনিট। এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে…শুরুটা খুব ভালো হয়েছে।”