রিয়ালের জয়ের নায়ক রদ্রিগোর স্বস্তি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই রিয়াল মাদ্রিদের ছিটকে পড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। প্রথম জয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি। ইন্টার মিলানের বিপক্ষে রিয়ালের জয়ের নায়ক রদ্রিগোও জানালেন, এই জয় খুশির সঙ্গে তাদের জন্য বয়ে নিয়ে এসেছে দারুণ স্বস্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 10:27 AM
Updated : 4 Nov 2020, 10:27 AM

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে করিম বেনজেমা ও সের্হিও রামোসের গোলে এগিয়ে যাওয়ার পরও লাউতারো মার্তিনেস ও ইভান পেরিসিচের গোলে পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল। শেষ দিকে ৩-২ ব্যবধান গড়ে দেন রদ্রিগো। আসরে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় জিনেদিন জিদানের দল।

প্রথম দুই ম্যাচে কেবল ১ পয়েন্ট পেয়েছিল রিয়াল। ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হার দিয়ে অভিযান শুরু করা দলটি বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে ২-২ গোলে ড্র করে।

দুই রাউন্ড শেষে রিয়াল তলানিতে থাকায় তাদের গ্রুপ পর্ব পার হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইন্টারের বিপক্ষে তিন পয়েন্ট পাওয়ায় সে সব প্রশ্ন আপাতত থেমেছে। কালো মেঘ কিছুটা কেটেছে রিয়ালের আকাশ থেকে। রদ্রিগোর প্রতিক্রিয়ায়ও যেন ফুটে উঠল তা। 

“পুরোটা সময় আমি প্রস্তুত ছিলাম। সুযোগের অপেক্ষায় ছিলাম, যেন মাঠে নেমে গোল বা অ্যাসিস্টের সুযোগ কাজে লাগিয়ে দলকে সহায়তা করতে পারি।”

“একই সঙ্গে আমরা আনন্দ ও স্বস্তি অনুভব করছি। আমরা জানতাম, এটা কঠিন ম্যাচ হবে। এখন আমাদের এগিয়ে যেতে হবে।”

তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মনশেনগ্লাডবাখ। দুইয়ে নেমে যাওয়া শাখতারের পয়েন্ট ৪। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। দুই ড্রয়ে ইন্টারের পয়েন্ট ২।

আগামী রোববার নিজেদের পরের ম্যাচে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে রিয়াল।