অস্ত্রোপচার লাগবে মারাদোনার

আগের দিন বলা হয়েছিল-ভালো আছেন দিয়েগো মারাদোনা, গুরুতর কোনো সমস্যা নেই। পরদিন জানা গেল, আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। দ্রুত করাতে হবে অস্ত্রোপচার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2020, 10:15 PM
Updated : 3 Nov 2020, 10:15 PM

মানসিক চাপ ও অবসাদের কারণে সোমবার মারাদোনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক শুনিয়েছিলেন ‘মারাদোনা ভালো আছেন’। মঙ্গলবার তিনিই জানিয়েছেন, অস্ত্রোপচার লাগবে মারাদোনার।

বর্তমানে হিমনেশিয়ার দায়িত্বে থাকা মারাদোনার মস্তিস্কের বাঁ দিকে রক্ত জমাট বেঁধেছে। এ কারণে মঙ্গলবার রাতেই তার সার্জারি করা হবে। এজন্য ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে আর্জেন্টিনাকে প্রায় একক প্রচেষ্টায় ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া এই তারকাকে।

গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করা মারাদোনা সবকিছু বুঝতে পারছেন এবং সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন লুক। অস্ত্রোপচার করানোর বিষয়ে মারাদোনা নিজেই সায় দিয়েছেন বলেও জানানো হয়েছে।