ভালেন্সিয়া থেকে আতলেতিকোয় কোঁদোগবিয়া

দলবদলের শেষ দিনে নাটকীয়ভাবে দল ছাড়া টমাস পার্টির জায়গায় জুফে কোঁদোগবিয়াকে এনেছে আতলেতিকো মাদ্রিদ। ভালেন্সিয়ার ফরাসি মিডফিল্ডারের সঙ্গে চলতি বছর ও আগামী তিন মৌসুমের জন্য চুক্তি করেছে স্পেনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2020, 01:53 PM
Updated : 3 Nov 2020, 02:05 PM

গত শনিবারই ভালেন্সিয়া ও আতলেতিকো কোঁদোগবিয়াকে নিয়ে সমঝোতায় পৌঁছায়। রোববার করানো মেডিকেলে উতরানোর পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়টি জানায় আতলেতিকো।

এবারের গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন স্প্যানিশ ক্লাবটি ছেড়ে আর্সেনালে পাড়ি জমান পার্টি। শেষ সময়ে ঘানার এই মিডফিল্ডার চুক্তি বাতিল করায় তার জায়গায় একজনকে আনতে বাড়তি এক মাস সময় পায় দিয়েগো সিমেওনের দল। সেই সুযোগই কাজে লাগিয়েছে তারা।

ভালেন্সিয়ার আগে সেভিয়া, মোনাকো, ইন্টার মিলানের হয়ে খেলেছেন ফ্রান্সে জন্ম নেওয়া সেন্ট্রাল আফ্রিকান রিপারলিকের কোঁদোগবিয়া।