আতলেতিকোর খেলার ধরন পাল্টে দিয়েছেন সুয়ারেস

সচরাচর রক্ষণাত্মক ফুটবল খেলা আতলেতিকো মাদ্রিদ সম্প্রতি যেন আক্রমণাত্মক খেলতে শুরু করেছে। লুইস সুয়ারেস দলে আসার পরই তাদের খেলার ধরনে এই পরিবর্তন এসেছে বলে জানালেন দলটির কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2020, 06:13 PM
Updated : 2 Nov 2020, 06:13 PM

বার্সেলোনার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে গত সেপ্টেম্বরে আতলেতিকোয় যোগ দেন সুয়ারেস। দলটির হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচে উরুগুয়ের এই স্ট্রাইকার গোল করেছেন চারটি।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মঙ্গলবার লোকোমোতিভ মস্কোর মাঠে খেলবে আতলেতিকো। এর আগের দিন সংবাদ সম্মেলনে দলের খেলার ধরনের পরিবর্তন নিয়ে কথা বলেন সিমেওনে।

“আমি মনে করি, সবকিছু সুয়ারেসের উপস্থিতি থেকে সৃষ্টি হয়েছে। (দিয়েগো) কস্তা ও (আলভারো) মোরাতার বৈশিষ্ট্য আলাদা। আমরা ভিন্ন কিছু খুঁজছিলাম। লুইসের আরও কাছাকাছি সতীর্থ থাকা প্রয়োজন।”

“আমরা (রাদামেল) ফালকাওকে নিয়ে একভাবে খেলেছি, কস্তাকে নিয়ে আরেকভাবে। সুয়ারেসকে নিয়ে আমাদের নতুন পরিস্থিতির দিকে ঝুঁকতে হবে।”