অবনমনই হয়ে গেল ঊষার

নিয়মের বাইরে যায়নি বাংলাদেশ হকি ফেডারেশন। ২০১৮ সালের প্রিমিয়ার লিগে না খেলা ঊষা ক্রীড়াচক্রের অবনমন তাই ঠেকানো যায়নি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2020, 02:55 PM
Updated : 2 Nov 2020, 03:09 PM

দুই বছর আগে হওয়া সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেনি হকির পরিচিত মুখ ঊষা। তবে নতুন লিগে সরাসরি খেলার জন্য আবেদন করেছিল তারা।

বিষয়টি নিয়ে সোমবার ফেডারেশনের কর্মকর্তারা আলোচনায় বসেন। সেখানে নিয়মের বাইরে না যাওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম বিভাগ হকিতে খেলেই ঊষাকে প্রিমিয়ার লিগে উঠে আসতে হবে বলে জানালেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

“সভাপতি মহোদয় আইনের বাইরে যাননি। বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে। অনেক কাগজ-পত্র ঘেঁটে দেখা হয়েছে। তাদেরকে প্রথম বিভাগে খেলেই আবারও লিগে ফিরতে হবে।”

কারণে, অকারণে সিদ্ধান্ত বদলানোর ঘটনা হকিতে হরহামেশাই ঘটে। তবে ঊষার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে ভবিষ্যতের কথা ভাবা হয়েছে বলেও জানালেন ইউসুফ।

“এখন আমরা যদি ঊষাকে এ সুযোগ দেই, তাহলে ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ হবে না। তখন অনেক ক্লাব সুযোগ নিতে চাইবে।”