স্বল্প সময়ের সদ্ব্যবহারে মনোযোগী ডে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2020 06:53 PM BdST Updated: 01 Nov 2020 06:53 PM BdST
নেপাল ম্যাচের জন্য প্রস্তুতির সময়ের স্বল্পতা নিয়ে আগেও বলেছিলেন জেমি ডে। তবে পরিস্থিতি মেনে নিয়ে সময়ের সদ্ব্যবহারে আরও মনোযোগ দেওয়ার কথা জানালেন জাতীয় ফুটবল দলের কোচ।
৩১ অক্টোবর থেকে ক্যাম্প চলছে দলের। করোনাভাইরাসের কারণে লম্বা ছুটি কাটিয়ে গত বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে কাজ শুরু করেছেন ডে।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দল গুছিয়ে নেওয়ার জন্য সময়টা যথেষ্ট নয় মোটেও। তবে এই অল্প সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য রোববারের জুম মিটিংয়ে জানালেন ইংলিশ কোচ।
“ম্যাচ দুটি খেলার জন্য মুখিয়ে আছি। অবশ্যই আমরা জিততে চাই কিন্তু আগেও বলেছি ফল মূল ব্যাপার নয়। আগে এটাও বলেছি ২০ দিনের প্রস্তুতি আদর্শ নয়। এটা খেলোয়াড়দের জন্য কঠিন। কিন্তু সামনের ১০-১৫ দিনে আমরা যেটা করতে পারি, তা হচ্ছে ছেলেরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করবে; ম্যাচগুলো খেলবে এবং পরের বছরের প্রস্তুতির জন্য এটা কাজে লাগাবে।”

ক্যাম্পের খেলোয়াড়দের মধ্যে বসুন্ধরা কিংসের ফুটবলারই ছিল শুধু দলীয় অনুশীলনের মধ্যে। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাওয়াদের ফিটনেসের পার্থক্য চোখে পড়েছে কোচের।
“এ মুহূর্তে সবার ফিটনেস লেভেল ভিন্ন ভিন্ন পর্যায়ে আছে। কেউ কেউ বাকিদের চেয়ে বেশি ফিট। পরিস্থিতি স্বাভাবিক নয় বলে এটা হয়েছে। তবে ছেলেরা যেভাবে অনুশীলন করছে, তাদের নিবেদন নিয়ে আমি খুশি।”
“ছেলেরা এখনও পুরোপুরি ফিট নয় এবং এটা নিয়ে আমরা কাজ করছি। সামনের পাঁচ-ছয় দিন এ নিয়ে কাজ চলবে। খেলোয়াড়দের বলেছি, নেপালের বিপক্ষে খেলতে হলে ফিটনেস লেভেল একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাতে হবে।”
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান