ম্যাচের চিত্র বদলে দেয় আজারের গোল: জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2020 05:11 PM BdST Updated: 01 Nov 2020 05:11 PM BdST
ফল যেমন বলছে ম্যাচ ততটা একতরফা ছিল না। রিয়াল মাদ্রিদকে মাঝে মধ্যেই পরীক্ষায় ফেলছিল ওয়েস্কা। কিন্তু এদেন আজারের গোলের পরই বদলে যায় চিত্র। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগার শিরোপাধারীরা। এরপরও রক্ষণ নিয়ে কাজের জায়গা দেখছেন কোচ জিনেদিন জিদান।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকালে লা লিগা ম্যাচটি ৪-১ গোলে জেতে রিয়াল।
ঘরের মাঠে আগের দুই ম্যাচে লিগে কাদিস ও চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হারা রিয়ালের শুরুটা এদিনও খুব একটা ভালো ছিল না। ম্যাচের ৪০তম মিনিটে দূরপাল্লার বুলেট গতির শটে রিয়ালকে এগিয়ে নেন আজার। এরপর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি। জোড়া গোল করেন করিম বেনজেমা, জালের দেখা পান ফেদে ভালভেরদেও।
এক বছরের বেশি সময় পর লা লিগায় গোল পাওয়া আজারকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন জিদান।

“চার গোল করা সমসময় ইতিবাচক। প্রতিপক্ষের একমাত্র গোলটি বাদে তারা আমাদের খুব বেশি সমস্যা করতে পারেনি। আমরা জানি, রক্ষণে আমাদের উন্নতি করতে হবে। একই সাথে নিশ্চিত করতে হবে আমরা যথেষ্ঠ গোল করছি। চার গোল করতে পারা সন্তোষজনক।”
৭ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে জিদানের দল। আগামী রোববার লা লিগায় তাদের প্রতিপক্ষ ভালেন্সিয়া।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ