শেষ দিকের গোলে লিভারপুলের স্বস্তির জয়

বলের নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য থাকলেও আক্রমণে তার প্রতিফলন থাকল সামান্যই। শুরুতে পিছিয়ে পড়ার পর স্পক কিক থেকে সমতায় ফেরা লিভারপুল পরেও ভাঙতে পারছিল না ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জমাট রক্ষণে। বদলি নেমে দিয়েগো জোতা শেষ দিকে এগিয়ে নিলেন দলকে। হোঁচট খাওয়ার শঙ্কা উড়িয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 07:47 PM
Updated : 31 Oct 2020, 07:50 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিভারপুল। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শিরোপাধারীরা।

২০১৫-১৬ মৌসুমে দুই লেগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে হারের পর দলটির বিপক্ষে টানা নয় ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। আগের আট ম্যাচে তাদের জয় ছিল ছয়টি।

হার এড়াতে পারলে নিজেদের মাঠে টানা ৬৩ ম্যাচ অপরাজিত থাকার আগের রেকর্ড স্পর্শ করত লিভারপুল। জয় দিয়েই সেই রেকর্ড স্পর্শ করেছে তারা।

আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দেওয়া ওয়েস্ট হ্যাম এগিয়ে যায় দ্বাদশ মিনিটে। আর্থার মাসুয়াকুর ক্রস জো গোমেজ হেডে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল চলে যায় সোজা পাবলো ফোরনালসের কাছে। বল বুক দিয়ে নামিয়ে দেখে শুনে নিখুঁত শটে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে মিতউইলানকে হারিয়ে আসা লিভারপুল ওয়েস্ট হ্যামের জমাট রক্ষণে গিয়ে খেই হারাচ্ছিল বারবার। গোলরক্ষককে তাই কোনো পরীক্ষাই নিতে পারেনি সালাহ-ফিরমিনো-মানের তারকাসমৃদ্ধ আক্রমণভাগ।

২৫তম মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে নিয়ন্ত্রণ হারান সাদিও মানে। ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করার পর ডি-বক্সের বাইরে থেকে জর্ডান হেন্ডারসনের শট পোস্টের ঘেঁষে বেরিয়ে যায়।

৪২তম মিনিটে মোহামেদ সালাহর স্পট কিক থেকে সমতায় ফেরে লিভারপুল। মিশরের এই ফরোয়ার্ডকে ডি-বক্সে মাসুয়াকু ফাউল করলে পেনাল্টি পেয়েছিল লিগের শিরোপাধারীরা। সালাহর ওই পেনাল্টি শট ছিল প্রথমার্ধে ওয়েস্ট হ্যামের গোলমুখে লিভারপুলের নেওয়া প্রথম শট!

দ্বিতীয়ার্ধের শুরুতে মাসুয়াকুর ক্রসে ফোরনালসের শট ফিরিয়ে লিভারপুলের ত্রাতা আলিসন।

৭৬তম মিনিটে মানের শট আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি লুকাস ফাবিয়ানিস্কি। কাছে থাকা দিয়োগো জোতা অনায়াসে জাল ‍খুঁজে নেন। কিন্তু ভিএআর দেখে মানে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে স্লাইডে গোলরক্ষককে ফাউল করায় গোল দেননি রেফারি।

অবশেষে ৮৫তম মিনিটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে শাচিরির বাড়ানো চমৎকার পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন জোতা। এ গোলেই চলতি লিগে পঞ্চম জয় নিশ্চিত হয় ক্লপের দলের।

অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। বার্নলির মাঠে ৩-০ গোলে জেতা চেলসি ১২ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

তৃতীয় হারের স্বাদ পাওয়া ওয়েস্ট হ্যাম ৮ পয়েন্ট নিয়ে আছে ত্রয়োদশ স্থানে।