তাবিথকে হারিয়ে বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন

গত ৩ অক্টোবরের নির্বাচনে দুজনে পেয়েছিলেন সমান ভোট। চার সহ-সভাপতির একটি পদে পুনরায় হওয়া নির্বাচনে তাবিথ আউয়ালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 08:31 AM
Updated : 31 Oct 2020, 08:39 AM

শনিবার রাজধানীর একটি হোটেলে হওয়া নির্বাচনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩০ জন ভোট দেন। জয়ী মহিউদ্দিন পেয়েছেন ৬৭ ভোট। তাবিথ পেয়েছেন ৬৩ ভোট।

গত ৩ অক্টোবরের নির্বাচনে তাবিথ ও মহিউদ্দিন দুজনেই ৬৫টি করে ভোট পেয়েছিলেন। সেসময় চার সহ-সভাপতি পদের মধ্যে তিনটিতে নির্বাচিত হয়েছিলেন ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া মানিক।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন ফল ঘোষণার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুটবল নিয়ে কাজ করার প্রত্যয় জানান মহিউদ্দিন।

“কে ভোট দিয়েছেন, কে দেন নাই…..সবাইকে নিয়ে আমাদের ফুটবলের উন্নয়নে কাজ করতে হবে। ফুটবল আমার স্বপ্ন। ফুটবল নিয়ে স্বপ্ন দেখি আমি। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব।”

আগের কমিটিতেও সহ-সভাপতি ছিলেন মহিউদ্দিন। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের অনেক সিদ্ধান্তের সমালোচনা করতেও দেখা গেছে তাকে। তবে নির্বাচনে জয়ের পর মহিউদ্দিন জানালেন সভাপতির সঙ্গে কোনো বিরোধ নেই তার।